Breaking News
Home / বিজ্ঞান ও প্রযুক্তি / ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (“ডুয়েট”) উৎসব ২০১৮।।

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (“ডুয়েট”) উৎসব ২০১৮।।

সময়ের সমাচার :- ১২ অক্টোবর ২০১৮ 

আজ গাজীপুর: জাতীয় পর্যায়ে ২য় বার গাজীপুরে অবস্থিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) অনুষ্ঠিত হচ্ছে আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতা ‘ডুয়েট-টেকফেস্ট-২০১৮’

প্রকৌশল-প্রযুক্তি ও উদ্ভাবনে শিক্ষার্থীদের উৎসাহিত করতে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) দিনভর আন্তঃ বিশ্ববিদ্যালয় প্রতিযোগিতা ‘ডুয়েট-টেকফেস্ট-২০১৮’ অনুষ্ঠিত হয়েছে।

যৌথভাবে আয়োজন করছে ডুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগ এবং ডুয়েট রোবটিক্স ক্লাব ।ইইই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. রাজু আহমেদের সভাপতিত্বে

অনুষ্ঠানের উদ্বোধন করবেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলাউদ্দিন।

শুক্রবার (১২ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের শহীদ আহসান উল্লাহ মাস্টার অডিটোরিয়ামে ওই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে রোবো ফাইট, স্পীড ব্যাটেল, প্রোজেক্ট সোকেস, আইসিটি অলিম্পিয়াড ও মেকানিক্স অলিম্পিয়াড বিষয়ে প্রতিযোগিতা হয়।

ডুয়েটের অধ্যাপক ডক্টর মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপাচার্য ডক্টর মোহাম্মদ আলাউদ্দিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ও রেজিস্ট্রার (অ.দা.) অধ্যাপক ডক্টর মোহাম্মদ আসাদুজ্জামান চৌধুরী, তড়িৎ ও ইলেকট্রনিক্স বিভাগের প্রধান অধ্যাপক ডক্টর মো. রাজু আহমেদ ও অধ্যাপক ডক্টর মো. আনওয়ারুল আবেদীন প্রমুখ।

বিশ্ববিদ্যালয় ও ডুয়েট রোবটিক্স ক্লাবের যৌথ আয়োজনে অনুষ্ঠিত প্রযুক্তি উৎসবে দেশের ৩০টির অধিক বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন স্কুল-কলেজের তিন শতাধিক প্রযুক্তিপ্রেমী অংশগ্রহণ করে।

প্রতিযোগিদের ১ লাখ ৪৫ হাজার টাকা মূল্যের পুরষ্কার প্রদান করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares

xu hướng thời trangPhunuso.vnshop giày nữgiày lười nữgiày thể thao nữthời trang f5Responsive WordPress Themenha cap 4 nong thongiay cao gotgiay nu 2015mau biet thu deptoc dephouse beautifulgiay the thao nugiay luoi nutạp chí phụ nữhardware resourcesshop giày lườithời trang nam hàn quốcgiày hàn quốcgiày nam 2015shop giày onlineáo sơ mi hàn quốcshop thời trang nam nữdiễn đàn người tiêu dùngdiễn đàn thời tranggiày thể thao nữ hcmphụ kiện thời trang giá rẻ